“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

কালিকা প্রসাদ স্মরণে

।।   সিক্তা বিশ্বাস ।।
(C)Image:ছবি









নিয়তির পরিহাস ( শ্রদ্ধাঞ্জলি )
তোমার প্রাণের  দোতারা যে
তাকিয়ে আছে আকাশ পাণে !
এতোদিন সে তোমার সাথে
ভরাতো ভুবন গানে গানে !
তোমার হাতের আলতো ছোঁয়া
এইটুকু তার শুধু  চাওয়া !
ছিল না তো এমন কথা ,
হঠাত্ করে ফেলে যাওয়া !
আশা ছিল আরো কিছু ,
মাটির সুরে ভরিয়ে দেওয়া !
" সাথী  হারার গোপন ব্যথা "
   কি করে সে কাটাবে তা !
কাঁদছে মানুষ কাঁদছে মাটি ,
পাবে কোথায় সে সুর খাঁটি!
পল্লি কাঁদে ব্যথার দোলায় !
নিয়তির এই কঠোর খেলায় !


   # ঝোড়োমেঘ #
 
   ৮ - ০৩ - ১৭ ইং ,
      শিলং - ৪ ।

কোন মন্তব্য নেই: