।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
অধর্মের
মুখে ধর্মের নাম কড়া ভাষায়,
নেই ঋষি মুনিরা কোন বাকবিতণ্ডায়।
আজিকার দিনে কোন উৎসব পার্বণে,
খুশির বদলে শান্ত ধরণী জ্বলে আগুনে।
রূপেলা পৃথিবী কালো ছায়ার আকাশ,
নগ্নদেহী ধার্মিক করে ক্ষোভের প্রকাশ।
মোটেই লাগেনা ভালো তার সুস্থ সমাজ,
নিজেকে আড়াল করে করে ঘৃণ্য কাজ।
গায়ের বলে বিবেকের ভুলে পা বাড়ায়,
তারি মতো কত যুবার হাততালি কুড়ায়।
আমি দেখেছি কত স্কুল কলেজে হাটে,
ভাই বন্ধু ছাত্র হয়ে চলেছে খেয়াঘাটে।
এব শুনিনি প্রশ্ন কোন ধর্মের নাম নিয়ে,
দেখি শিবিরে সেদিন যাচ্ছে রক্ত দিয়ে।
প্রশ্ন উঠেনি কার মনে দান করিতে রক্ত,
সেদিনও ছিলো পাষণ্ডরা মানব ভক্ত!
যে যাই করো বিভেদ ছড়াতে জনমনে,
নিশ্চয় ঝগড়া ঘটে তব পিতৃ-মাতৃ সনে।
----------------------------------------------------
০৫/০৯/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
নেই ঋষি মুনিরা কোন বাকবিতণ্ডায়।
আজিকার দিনে কোন উৎসব পার্বণে,
খুশির বদলে শান্ত ধরণী জ্বলে আগুনে।
রূপেলা পৃথিবী কালো ছায়ার আকাশ,
নগ্নদেহী ধার্মিক করে ক্ষোভের প্রকাশ।
মোটেই লাগেনা ভালো তার সুস্থ সমাজ,
নিজেকে আড়াল করে করে ঘৃণ্য কাজ।
গায়ের বলে বিবেকের ভুলে পা বাড়ায়,
তারি মতো কত যুবার হাততালি কুড়ায়।
আমি দেখেছি কত স্কুল কলেজে হাটে,
ভাই বন্ধু ছাত্র হয়ে চলেছে খেয়াঘাটে।
এব শুনিনি প্রশ্ন কোন ধর্মের নাম নিয়ে,
দেখি শিবিরে সেদিন যাচ্ছে রক্ত দিয়ে।
প্রশ্ন উঠেনি কার মনে দান করিতে রক্ত,
সেদিনও ছিলো পাষণ্ডরা মানব ভক্ত!
যে যাই করো বিভেদ ছড়াতে জনমনে,
নিশ্চয় ঝগড়া ঘটে তব পিতৃ-মাতৃ সনে।
----------------------------------------------------
০৫/০৯/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন