।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
সুবর্ণরেখার ঘরের পাশে যে ক'টা তালগাছ ছিল
বাবুইদের বাসায় বেঁচে থাকতো শিল্পী পাখি।
.
গ্রীষ্মজ্বলনে সবুজ রঙ ফ্যাকাসে হলে
নড়বড়ে বাসায় বৃষ্টিভেজার ভয়,
দিনরাত খাটতে দেখা পাখিদের
পুরোনো বাসার পাশে নতুন হলে আবার
আশা জাগে পাখির
ভাষা জাগে সুবর্ণরেখার গানে--
শূন্য আকাশ কোলে
বাসায় আশা দোলে,
বাসা বাঁধতে শিখলি না মন...
.
বাবুইরা আজও বাসা বানাতে জানে,
তবে সংখ্যা আর সামর্থ্য নেই তেমন।
এখন ভারি যন্ত্রাংশ আকাশ ছুঁয়ে লাল সবুজ বাতি জ্বলে,
তালগাছের মতোই শিল্প চেতনা মেপে দেখছে টাওয়ার।
সুবর্ণরেখার ঘরের পাশে যে ক'টা তালগাছ ছিল
বাবুইদের বাসায় বেঁচে থাকতো শিল্পী পাখি।
.
গ্রীষ্মজ্বলনে সবুজ রঙ ফ্যাকাসে হলে
নড়বড়ে বাসায় বৃষ্টিভেজার ভয়,
দিনরাত খাটতে দেখা পাখিদের
পুরোনো বাসার পাশে নতুন হলে আবার
আশা জাগে পাখির
ভাষা জাগে সুবর্ণরেখার গানে--
শূন্য আকাশ কোলে
বাসায় আশা দোলে,
বাসা বাঁধতে শিখলি না মন...
.
বাবুইরা আজও বাসা বানাতে জানে,
তবে সংখ্যা আর সামর্থ্য নেই তেমন।
এখন ভারি যন্ত্রাংশ আকাশ ছুঁয়ে লাল সবুজ বাতি জ্বলে,
তালগাছের মতোই শিল্প চেতনা মেপে দেখছে টাওয়ার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন