।। অশোকানন্দ রায়বর্ধন ।।
(C)Image:ছবি |
পানছড়ির পাহাড়ের গায় ভ্রাম্যমাণ
মেঘের বিরতি
ছবির মতো স্থায়ী ও প্রামাণ্য আসঙ্গকথা
চিরকালীন প্রণয়কল্প বুনে চলেছে বিরামবিহীন
মাহ ভাদরেও ঝরে কান্নার অশ্রু বিরহকানাৎ বেয়ে
ছবির মতো স্থায়ী ও প্রামাণ্য আসঙ্গকথা
চিরকালীন প্রণয়কল্প বুনে চলেছে বিরামবিহীন
মাহ ভাদরেও ঝরে কান্নার অশ্রু বিরহকানাৎ বেয়ে
কোন
মেয়ে কৌমাৰ্য হারালো শেষ বাদলের আঁধারে
কার শুধু নগ্ন লাশ পড়ে আছে স্বঘোষিত দেবভোগের
উচ্ছিষ্ট ভাণ্ডের মতো ৷ ভাদুরে বর্ষার জল ধুয়ে যায় শব
কাদের কান্নায় এ যাবত কেঁদে উঠেছে বনমানবের বুক
কোন প্রমাণপত্র বাতাসেও ওড়ে নি তো কোনদিন
ভালোবাসা তবুও লোমশ বুক বালিশপ্রতিম আস্থাঘর
সমস্ত সমরাস্ত্র নতজানু হয়ে মানবের পায়ে নুয়ে পড়ে
কার শুধু নগ্ন লাশ পড়ে আছে স্বঘোষিত দেবভোগের
উচ্ছিষ্ট ভাণ্ডের মতো ৷ ভাদুরে বর্ষার জল ধুয়ে যায় শব
কাদের কান্নায় এ যাবত কেঁদে উঠেছে বনমানবের বুক
কোন প্রমাণপত্র বাতাসেও ওড়ে নি তো কোনদিন
ভালোবাসা তবুও লোমশ বুক বালিশপ্রতিম আস্থাঘর
সমস্ত সমরাস্ত্র নতজানু হয়ে মানবের পায়ে নুয়ে পড়ে
রক্তপিপাসু
রণ নয় ৷ হৃৎপিণ্ড তাক করা আয়ুধও না
ধারালো ফলা ভেঙে জীবনজল হয়ে ঝরুক জনপদে
ধারালো ফলা ভেঙে জীবনজল হয়ে ঝরুক জনপদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন