।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
শরতবুকে শিশিরের
টুপটাপ কানাকানি,
কী জানি গোপন কথায় অবুঝ ভোরের খোলা দোরে
চুপ থাকা বাতাসের ঘোলা চোখ ভিজে যায়...
সূর্যরাগ গায়ে মাখে সবুজ ঘাস,
তবুও তো পায়ে পায়েই হেঁটে যায় দিন।
.
কী জানি গোপন কথায় অবুঝ ভোরের খোলা দোরে
চুপ থাকা বাতাসের ঘোলা চোখ ভিজে যায়...
সূর্যরাগ গায়ে মাখে সবুজ ঘাস,
তবুও তো পায়ে পায়েই হেঁটে যায় দিন।
.
দিন যায়, রাত যায়, যায় আরও অনেক কিছুই,
মঙ্গলময় শিখা নিভে গেলে যেমন কষ্টের ধোঁয়া ওড়ে,
সন্ধ্যা যেখানে সোনালি তারায় পথ খুঁজে দিতে জানে
সেখানে প্রতিদিন উৎসবের ভিড়
মৃত্যুর নাকি মানুষের!
বারবার ভেসে ওঠে খুব চেনা শান্তনুর মুখ
দো- রসা শান্তির মিলন- মিলন খেলায়।
মঙ্গলময় শিখা নিভে গেলে যেমন কষ্টের ধোঁয়া ওড়ে,
সন্ধ্যা যেখানে সোনালি তারায় পথ খুঁজে দিতে জানে
সেখানে প্রতিদিন উৎসবের ভিড়
মৃত্যুর নাকি মানুষের!
বারবার ভেসে ওঠে খুব চেনা শান্তনুর মুখ
দো- রসা শান্তির মিলন- মিলন খেলায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন