~~ সিক্তা বিশ্বাস ~~
।। হৃদয়ই
একমাত্র আনন্দ -নিকেতন , যেথায় সর্ব তৃপ্তির বাস ,জীবনের
অমৃত -কুম্ভের সন্ধানে --- একমাত্র অমৃত নির্যাস ll
পড়ন্ত বেলায়
মনের খেলায়
কতো কি যে ভাবায় !
ঐ আসছে সময় চড়বো ভেলায় ,
কি পেয়েছি এই জীবন -দোলায় !?
কতো কি যে ভাবায় !
ঐ আসছে সময় চড়বো ভেলায় ,
কি পেয়েছি এই জীবন -দোলায় !?
প্রশ্ন
জাগে আপন খেয়ালে -- হে জীবন , কি তব পরিচয় ?
জেনেছি কেবল তুমি নও জয় কিংবা পরাজয় !
পরিচিতি তোমার অহংকার ,গর্ব ,অরুচি কিংবা আক্ষেপ নয় !
এ যে কেবল মানবিকতাতেই ব্যক্ত হয় ।
জেনেছি কেবল তুমি নও জয় কিংবা পরাজয় !
পরিচিতি তোমার অহংকার ,গর্ব ,অরুচি কিংবা আক্ষেপ নয় !
এ যে কেবল মানবিকতাতেই ব্যক্ত হয় ।
তোমার
অনুরণন ----- কেবলই
চুম্বকের টান !
এ যে ভালোবাসার প্রতিফলন !
জাগতিক সুখ -------- শুধুই মুহূর্তের প্রতীক !
নৈসর্গিক মিলন ------- শাশ্বত ! চিরন্তন । এ যে কাল -চক্রের আবর্তন !
এ যে ভালোবাসার প্রতিফলন !
জাগতিক সুখ -------- শুধুই মুহূর্তের প্রতীক !
নৈসর্গিক মিলন ------- শাশ্বত ! চিরন্তন । এ যে কাল -চক্রের আবর্তন !
জেনেছি
তব আঘ্রাণ ----- কেবলই রঙ-বেরঙের তুলির টান !
এ যে একমাত্র আনন্দ অনুসন্ধান !
শুধুই আলোর প্রতিষ্ঠান !
আত্মোপলব্ধিতেই কেবল বিরাজমান !
এ যে একমাত্র আনন্দ অনুসন্ধান !
শুধুই আলোর প্রতিষ্ঠান !
আত্মোপলব্ধিতেই কেবল বিরাজমান !
আর
তোমার আত্মোপলব্ধি ! -------- এ এক মাদকতা !
সাক্ষী রয়েছেন যথা --- দস্যু রত্নাকর থেকে বাল্মীকি ,বুদ্ধ , ব্যাস ।
হৃদয়ই একমাত্র আনন্দ -নিকেতন , যেথায় সর্ব তৃপ্তির বাস ,
জীবনের অমৃত -কুম্ভের সন্ধানে ---- একমাত্র অমৃত নির্যাস ।
সাক্ষী রয়েছেন যথা --- দস্যু রত্নাকর থেকে বাল্মীকি ,বুদ্ধ , ব্যাস ।
হৃদয়ই একমাত্র আনন্দ -নিকেতন , যেথায় সর্ব তৃপ্তির বাস ,
জীবনের অমৃত -কুম্ভের সন্ধানে ---- একমাত্র অমৃত নির্যাস ।
# ঝড়োমেঘ # ।
শিলং -- ৪ ।
শিলং -- ৪ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন