“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

তুমি তোমার শূন্যতা

।। অভীক কুমার দে ।।
Related image




.
নেক দেখালে, আমিও দেখেছি,
দেখতে চেয়েছি আরও
আরও অনেক কিছু,
অথচ খোলামেলা ভেতর।
অনেক কিছু দেখিয়েও দেখাতে পারোনি সব,
আসলে অনেক দেখিয়ে দেখিয়ে
তুমি এতটাই খালি যে
খালি তে আমার মন ভরে না।
.
শুরু থেকেই ঘুরে ঘুরে দেখছি
আমার নিজস্ব কক্ষপথে তুমি শুধুই তোমার শূন্যতা।

কোন মন্তব্য নেই: