(C)Image:ছবি |
অভীক কুমার দে
এক
------
সরল বুকে তরল প্রেম জমেছে যখন
সাগরও নয় আকাশও নয়,
শুধুই পাহাড়ি সুখ নাকি জমাট বরফে !
.
সুখের আবরণের ভেতরও থাকে গোপন উত্তাপ,
ঝরে যাবার আপ্রাণ চেষ্টা;
তাই আবার কোন নদীপাড় খোঁজে ঝর্ণা
সেজেগুজেই পালিয়ে বাঁচে বাহারি ধারায়।
এক
------
সরল বুকে তরল প্রেম জমেছে যখন
সাগরও নয় আকাশও নয়,
শুধুই পাহাড়ি সুখ নাকি জমাট বরফে !
.
সুখের আবরণের ভেতরও থাকে গোপন উত্তাপ,
ঝরে যাবার আপ্রাণ চেষ্টা;
তাই আবার কোন নদীপাড় খোঁজে ঝর্ণা
সেজেগুজেই পালিয়ে বাঁচে বাহারি ধারায়।
দুই
------
------
পাহাড়ি শরীর বেয়ে পাথুরে রাস্তায়
ধাপ থেকে ধাপে পাহারায় মায়াবী কুয়াশা,
অথচ থেমে গেছে কোথাও শব্দ
নিঃশব্দ সবুজঢলের...
.
তারপর একটানা বিচ্ছেদ ব্যথা,
আরও আরও উপরে যেখানে মগ্ন আকাশ
হ্রদের বুকে রোজ দেখে তরল বিলাপ
জমে জমেই কঠিন আর সাদা,
সেখানে সুখ মানেই স্ব- নাশ।
ধাপ থেকে ধাপে পাহারায় মায়াবী কুয়াশা,
অথচ থেমে গেছে কোথাও শব্দ
নিঃশব্দ সবুজঢলের...
.
তারপর একটানা বিচ্ছেদ ব্যথা,
আরও আরও উপরে যেখানে মগ্ন আকাশ
হ্রদের বুকে রোজ দেখে তরল বিলাপ
জমে জমেই কঠিন আর সাদা,
সেখানে সুখ মানেই স্ব- নাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন