“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

বোধের ব্যাপ্তি

।।  সুনীতি দেবনাথ ।।









খন দিনের শেষ বিকেলের শ্লথ আনাগোনা
পৃথিবীর সব পথে ঘাটেবাটে গল্পেরা এলিয়ে শরীর
সেই সব গল্পগুলো মানুষের ঘামে ভেজা স্বপ্নমাখা
কোন কোনটি চোখের কানাচ বেয়ে গড়িয়ে পড়া
নোনতা জলে নেয়ে লবণাক্ত জীবনের কথা কয়
পৃথিবীর গল্প বলে দূরাগত নক্ষত্রের আলোর সাথে 
চাঁদনী রাতের জ্যোৎস্না বিলসিত চাঁদের কোলে বসে 
নিরিবিলি শোনে ওদের গোপন সুখ দুঃখের কথা
বিরাট পৃথিবী নয় এ যেন এক যুগান্তরের গল্পের ভাণ্ডার
প্রতিটি মুহূর্তে চেনাজানা আমাদের আস্তানা বদলে যাচ্ছিলো
জীবনের সব গল্প মায়াবী স্বপ্নের মত বদলে যাচ্ছিল
মানুষের বোধ বিবেক চেতনা কেবলই বদলায়
একটি চেতনার সাথে অন্য চেতনার সংঘাত অনিবার্য
দান নয় প্রাপ্তি যেন এ জীবনের অতুল সম্পদ
তাই বোধের ব্যাপক ব্যাপ্তি সীমানা হারিয়ে সংকীর্ণতায় মিশে যায়
মানুষের গল্প সব বদলায় কেবলই বদলে যায়
পৃথিবীও নিরন্তর মানুষের সাথে  বদলাতে থাকে বদলায় ইতিহাস
প্রশ্ন জাগে স্ট্যাটিক সত্য বলতে কিছু মানব সংসারে আছে কি
মানুষ কি নিরেট কঠিন অপরিবর্তিত বস্তুর মতোই সারাকাল
নানা প্রশ্ন বহুল বেদনা আনন্দের মত বিহ্বল করে শুধু 


কাজরী,
২১ আগস্ট, ২০১৭

কোন মন্তব্য নেই: