“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

মায়া পরী


।।    রফিক উদ্দিন লস্কর    ।।

(C)Image:ছবি










ঞ্চলা এক মায়া পরি ঘুমের দেশে বসবাস
অমানিশায় সর্বদেহে উজল আলোর প্রকাশ।
 
আবার হয়তো যেতে পারে অন্য পথের ধারে
শিশির ভেজা দূর্বা ঘাসে দু'পায়েতে মাড়ে।
মেঘের দেশে ভেসে ভেসে পাহাড় চূড়া বেয়ে
হাওয়ার বীণে সুর ধরিয়ে মিষ্টি গান গেয়ে।
সবুজ পাতায় মালা গেঁথে সুরের লহর তুলে
মাতাল বায়ে দোলা দেয় চিকণ কালো চুলে।
লাল শা
ড়িতে দেখলে পরে প্রাণটি যায় ভরে
দেখলে তারে আকাশ হতে চন্দ্র খসে পড়ে।
সবুজ ঘাসে বারো মাস শিশির লেগে থাকে
রংবাহারি ফুলের মেলা দেখায় পথের বাঁকে।
 
স্বপ্ন দেখে জেগে উঠে হাঁপিয়ে বেড়ায় পাড়া
এদিক ওদিক খুঁজার পর মেলেনি তার সাড়া।
এমনি করে অনেকদিন কাটে নানা ব্যস্ততায়
স্বপ্ন শুধু স্বপ্ন থাকে মনের মাঝে রয়ে যায়।
--------------------

২৮/০৯/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: