“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

এ সময়ের ছড়া

( রাজ্যে বাড়ছে অপরাধ,  ১৩ মাসে ৯৪ হাজার মামলা )

——এম রিয়াজুল আজহার লস্কর——
(C)Image:ছবি









বাড়ছে রে রেপ্ রাহাজানি হত্যা হরণ হামলা।
কাঁপছে রাজ্য থরোথরো জমছে পাহাড় মামলা। ।
অবৈধ সব অস্ত্রশস্ত্র ! রাজ্য এ কী হালে !
অতশত অপরাধ তো হয়নি কোনো কালে !!

( হাইলাকান্দি / আসাম )
০৫/৯/২০১৭


কোন মন্তব্য নেই: