।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি |
খোলা
গগনের মতো তুমি যদি নীল হতে,
বহতা নদীর মত ভেসে হারাতাম স্রোতে।
মনের ভ্রমে হারিয়ে যেতে অন্য নদী তটে
অদৃশ্যে বহুদূরে কোনো দ্বীপের নিকটে।
তবেই ভাবতাম তুমি আকাশ কিংবা নদী,
চেয়ে দেখি তা তো নও তুমি অন্য জলধি।
পাহাড়ের ঝর্ণার মতো হতে যদি চঞ্চলা;
বুনো হরিণ নিঃসন্দেহে তোমায় যেত বলা।
ছুটে ছুটে নেমে যেতে পাহাড়ের বুক ছুঁয়ে
বনের বাহিরে এসে থাকতে নীরবে শুয়ে।
ধরে নিতাম মনে হরিণ কিংবা ঝর্ণা কোন,
সব মিথ্যে, তার চেয়েও আরো বেশি বুনো।
রাখালের বাঁশির সুরের মতো মোহনীয় হলে,
আদুরে ডাকতাম আমি ফুলের গন্ধ বলে।
জ্যোৎস্না রাতে শুনতাম কোন বিরহের গান
মন্দ পবনে ভাসতো হয়ে ফুলের অভিমান।
আমি ভেবে নিতাম তবে তুমি ঘ্রাণ নাহয় সুর
তুমি তা না বলেই করে গেলে হৃদয়ে ভাংচুর।
বহতা নদীর মত ভেসে হারাতাম স্রোতে।
মনের ভ্রমে হারিয়ে যেতে অন্য নদী তটে
অদৃশ্যে বহুদূরে কোনো দ্বীপের নিকটে।
তবেই ভাবতাম তুমি আকাশ কিংবা নদী,
চেয়ে দেখি তা তো নও তুমি অন্য জলধি।
পাহাড়ের ঝর্ণার মতো হতে যদি চঞ্চলা;
বুনো হরিণ নিঃসন্দেহে তোমায় যেত বলা।
ছুটে ছুটে নেমে যেতে পাহাড়ের বুক ছুঁয়ে
বনের বাহিরে এসে থাকতে নীরবে শুয়ে।
ধরে নিতাম মনে হরিণ কিংবা ঝর্ণা কোন,
সব মিথ্যে, তার চেয়েও আরো বেশি বুনো।
রাখালের বাঁশির সুরের মতো মোহনীয় হলে,
আদুরে ডাকতাম আমি ফুলের গন্ধ বলে।
জ্যোৎস্না রাতে শুনতাম কোন বিরহের গান
মন্দ পবনে ভাসতো হয়ে ফুলের অভিমান।
আমি ভেবে নিতাম তবে তুমি ঘ্রাণ নাহয় সুর
তুমি তা না বলেই করে গেলে হৃদয়ে ভাংচুর।
----------------------------------
২৬/০৯/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন