“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

আফসোস

                                                                                  















।।  সিক্তা বিশ্বাস ।।

সাংসারিক আনন্দের সাথে জেবের এডজাস্টমেন্টের  নামই শারদোৎসব !
 ❤❤❤
নামীদামী  হাড়কিপটে  সন্তোষবাবুর আজ অসন্তোষ তুঙ্গে !
বরাবরেরই মিতব্যয়ী
  তিনি ! এবারে কী যে হলো !
স্ত্রী আরাধনায়
  বেশ কয়েক  হাজার গচ্ছা গেলো !
কী কুক্ষণেই  না দিয়েছিলেন প্রতিশ্রুতি  !
বড় মুখ করে বলেছিলেন,
 
'বুঝলেগো ,এবারের
  পুজোর যোগাড় 
তোমার মনের মত সেরার
  সেরা উপহার!’ 
ব্যস আর যান কই ! জলের মত গেল গচ্ছা !
মনে মনে কেবল আফসোস !
  আর গালমন্দ !
হায়রে !
কী কুক্ষণেই না হয়েছিল আমার মতিভ্রম !
এই বুঝি
  পুজোর বাজার !
 নাকি প্রেশার বাড়ার  কৌশল হাজার !
 অনর্থক  ঘোরা শুধু এ দোকান ,সে দোকান ,হাজার দোকান !
 চাই যে এক্সক্লুসিভ পিস ! এ যে এলিগেন্ট  জাহিরের আসল প্রমাণ !
 মনে মনে ইচ্ছে কেবল , সবাই আমার সিলেকশন শুধু তাকিয়ে দেখুক  ! 
 আর বলুক , পছন্দ মানতে হবে বৈকি  ! 
 ইচ্ছে কেবল ওনাকে সবাই লেডি অফ দ ডে বলুক !
দেখ কাণ্ড ! যত্তসব !
  চাই শুধু ওনার সবকিছু সবার সেরা !
আদিখ্যেতা ! বোঝেনা --
  কে হয় তারা  বলছে  যারা !
একটিবার ও ভাবেনা কি জিনিসের দর !
পতিদেবতার আছে কি সে টেঁকের জোর !
মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্টের রোজগার !
বোকামো আমার ! চাই যে হাসি ওনার !
কী করি ! আসলে ভয়ে মরি ! 
একটু এদিক ওদিক হলেই পেঁচার মত মুখটি বেজার !
কেবল শাড়ি তো নয় !
  তারপর আবার আনুষঙ্গিক !
ওরে বাবা !
  কী সাংঘাতিক  !
 কান মলছি !  আর না পুজোর বাজারে !
 তাকাবো না মুখ বেজারে !
 মোটেও কর্ণপাত করবো না কথা হাজারে !
 মা দুর্গা করেছিলেন অসুর নিধন !
 আর পুজোর  নামে এঁরা করছেন পতি দলন !
 এই কী শেষ !  বাজার পর্ব সারা হলে আবার 
 পুজো দেখার ঝক্কি ! আর খাওয়া দাওয়ার ধুম !
 আজ মহা সপ্তমী,সবে তো শুরু !
 চলবে ক'টাদিন ! ভেবেই  আমার বুকটা দুরুদুরু !
 আমরা বেচারা পতিদেবদের বিয়ে করে একেবারে আক্কেল গুড়ুম !
 চিবাবু ঠিকই বলেছেন,'জনতা জনার্দন শুনে হবেন  বড় প্রীত !
 পুরুষ মানুষ দু'প্রকার জীবিত,বিবাহিত !'
  এক্কেবারে সত্যি !এতে মিথ্যে নেই এক রত্তি !
  গিন্নি নামকের পুজো উদযাপন পরমানন্দের সহিত ...
  পতিদেবকে জব্দ করা উদ্দামের সহিত !
  বোধহয় এরা প্রতিজ্ঞাবদ্ধ !  এই একমাত্র বিহিত.....       
          
        ##  ঝোড়োমেঘ ##
             
           27 -  9 -  17 ইং ,
               শিলং 

                                                        

কোন মন্তব্য নেই: