।। অভীক কুমার দে ।।
.
.
(C)Image:ছবি |
মনের কাছে মনের খোলামেলা ভাব যাকিছু
সবটুকু ভিটেমাটি যদিও বোঝে না,
তবু যে শরীর রাখে বাঁচিয়ে
বস্তু- বাদের ভাগাভাগির শেষে শূন্য বুকের উদ্বাস্তু।
.
শূন্যতায় যোগাযোগের অদৃশ্য বাতাস
জেনে নিতে পারে ব্যবধান এবং
প্রাপ্তি অপ্রাপ্তি থেকে যা কিছু অভিজ্ঞতা
ব্যয়বহুল নয় সময়ের শেষে,
বরং মনের জ্বালানি বাড়ে।
.
এক ধনতন্ত্র ভোগবাদীর, সৃষ্টির আরেক,
প্রকৃতির ঠিকই জানা থাকে--
কতটা হজম হয় পঞ্চ- ভূতের পেটে।
সবটুকু ভিটেমাটি যদিও বোঝে না,
তবু যে শরীর রাখে বাঁচিয়ে
বস্তু- বাদের ভাগাভাগির শেষে শূন্য বুকের উদ্বাস্তু।
.
শূন্যতায় যোগাযোগের অদৃশ্য বাতাস
জেনে নিতে পারে ব্যবধান এবং
প্রাপ্তি অপ্রাপ্তি থেকে যা কিছু অভিজ্ঞতা
ব্যয়বহুল নয় সময়ের শেষে,
বরং মনের জ্বালানি বাড়ে।
.
এক ধনতন্ত্র ভোগবাদীর, সৃষ্টির আরেক,
প্রকৃতির ঠিকই জানা থাকে--
কতটা হজম হয় পঞ্চ- ভূতের পেটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন