যতবার যতটুকু বলবে ভেবে কাছে আসো
সব গোছানো কথা মনস্কতার অগোচরে
ঘাম জমা করে লোমশ শরীর,
জেগে ওঠে একে একে অস্থির শিশির বিন্দু।
চোখাচোখি হলেই বিন্দু সব আরও ভারি হয়, শীতল শিহরণ,
তিরতির কেঁপে উঠলে সংবেদনশীলতা আর
সবুজ মন আরও সবুজ দেখায় অজান্তেই।
রোদের লোভনীয় চোখ জেনে নেয় সব,
হাসি হাসি চোখে রঙ ঢালে
রঙ ছড়ায় চোখ থেকে মুখে।
সব গোছানো কথা মনস্কতার অগোচরে
ঘাম জমা করে লোমশ শরীর,
জেগে ওঠে একে একে অস্থির শিশির বিন্দু।
চোখাচোখি হলেই বিন্দু সব আরও ভারি হয়, শীতল শিহরণ,
তিরতির কেঁপে উঠলে সংবেদনশীলতা আর
সবুজ মন আরও সবুজ দেখায় অজান্তেই।
রোদের লোভনীয় চোখ জেনে নেয় সব,
হাসি হাসি চোখে রঙ ঢালে
রঙ ছড়ায় চোখ থেকে মুখে।
বিন্দুর
গায়ে হীরকরূপ দেখে
বাতাসের যতসব দেউলিয়া বকাঝকায়
বাঁধা মানে না মন,
বরং এদিক ওদিক অচেনা উড়ালকুয়াশায়
আরও আরও কামুক হয়ে উঠি মুখোমুখি তুমি আমি এবং
নিঃশব্দ আচরণ।
বাতাসের যতসব দেউলিয়া বকাঝকায়
বাঁধা মানে না মন,
বরং এদিক ওদিক অচেনা উড়ালকুয়াশায়
আরও আরও কামুক হয়ে উঠি মুখোমুখি তুমি আমি এবং
নিঃশব্দ আচরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন