(C)Image:ছবি |
।।অভীক কুমার দে।।
.
রোদে পোড়া শরীর দেখে মনে হয়--
চলন- বলনে জ্বলনচিহ্ন এঁকে এঁকে
সবুজ রূপরেখায় অদৃশ্য প্রায় জীবন সংবাদ।
#
প্রিয় অতীত ভোলা বর্তমান
জঘন্য ভবিষ্যতের দিকে পা বাড়ালেই
জেগে ওঠে অস্থায়ী অস্তিত্ব মরু- ভাস্করের।
#
শিল্পীর শিল্পে বেঁচে থাকে সৃষ্টির নৈঃশব্দ্য উপকরণ।
#
চিহ্নিত চিহ্নের গায়ে দৃষ্টি পড়লে অবুঝ চিত্র যা
সময়ে চরিত্রে কথা বলে মনের সাথে।
#
কোন পরিচালন বৃষ্টি এসে জ্বলনচিহ্ন ছুঁলেই
বুকফাটা কান্নায় মনের যে উত্তাপ বেরোয়
তাতে মনোভাবের মাখামাখির পর শূন্য আকাশ
শীতল অনুভূতির কোন নতুন সংকেত।
চলন- বলনে জ্বলনচিহ্ন এঁকে এঁকে
সবুজ রূপরেখায় অদৃশ্য প্রায় জীবন সংবাদ।
#
প্রিয় অতীত ভোলা বর্তমান
জঘন্য ভবিষ্যতের দিকে পা বাড়ালেই
জেগে ওঠে অস্থায়ী অস্তিত্ব মরু- ভাস্করের।
#
শিল্পীর শিল্পে বেঁচে থাকে সৃষ্টির নৈঃশব্দ্য উপকরণ।
#
চিহ্নিত চিহ্নের গায়ে দৃষ্টি পড়লে অবুঝ চিত্র যা
সময়ে চরিত্রে কথা বলে মনের সাথে।
#
কোন পরিচালন বৃষ্টি এসে জ্বলনচিহ্ন ছুঁলেই
বুকফাটা কান্নায় মনের যে উত্তাপ বেরোয়
তাতে মনোভাবের মাখামাখির পর শূন্য আকাশ
শীতল অনুভূতির কোন নতুন সংকেত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন