“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

মূর্ছনা

















 === আধুনিক লতিফা ===
    ।। সিক্তা বিশ্বাস।।
      
               মূর্ছনাতে ছন্দ ঝরে আপন তোড়ে.....
               আনন্দ কিংবা বেদনারই  সুরে l
কখনো রাগ-দীপক ,বসন্ত কিংবা মেঘমল্লার !
ইতিকথা এ যে কেবল একাত্মীক  হৃদয় দোঁহার l
                বিরহ-মিলনই তার গতিরাগ ....
                সুরে সুরে ঝরায় রাগ-অনুরাগ  ll
                

ঝোড়োমেঘ
21 - 9 -  17 ইং ।
শিলং ।

কোন মন্তব্য নেই: