“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

বিবর্তন --হোয়াটস এপ কবিতাপত্র



ন্তর্জালে নতুন পরীক্ষাতে দ্রুত এগুচ্ছে পূর্বোত্তর। শারদোৎসবের দিনেই প্রকাশিত  হল WhatsApp সাহিত্যপত্র 'বিবর্তন'। রাজেশ চন্দ্র দেবনাথ এবং রাজীব মজুমদারের সম্পাদনাতে, আগরতলা ত্রিপুরার থেকে..... ছবি ক্লিক করে বড় করুন, আর পড়ুন...




কোন মন্তব্য নেই: