“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

আফসোস!


       ।।    রফিক উদ্দিন লস্কর    ।।

(C)image:ছবি











মুক্ত গগনে ছুটিয়ে বেড়ায় আজব দল
স্বাধীন, তবুও নেই তাদের ডানায় বল।
পথহারা শিশু, চেনা পথ পায়নি খুঁজে,
নেই চিহ্ন, লেশ-গন্ধ, জীবন চলে যুঁজে।
ক্ষতবিক্ষত দেহ, চলে হামাগুড়ি দিয়ে,
ঝোপের মাঝে বসবাস রোদ বৃষ্টি নিয়ে।
নেই পরিচয় আঁধারের মাঝে পড়ে রয়,
আলোয় চলিতে গিয়ে শুধু লাঞ্ছনা সয়।
তার মুক্ত চারণভূমি, সবুজ বিশ্ব বনানী,
পিছু পিছু ডাকে শুধু দিয়ে হাতছানি।
রংবাহারি ফুলের মাঝে বসতি যে ছিল,
অজানা পথের মায়ায় সব ছেড়ে দিল।
খোলা চোখে ঝাপসা দেখে কর্মদোষে,
অজানা ভয় এখন বুকের মাঝে পুষে।
কে দেখাবে কে নেবে আপন ঘরে তার,
জীবনটা যে এলোমেলো রুদ্র পারাবার।
                         *******


১৬/০৯/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: