“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

সূচিপত্র

শৈলেন দাস সম্পাদিত শিলচর মালিনী বিল থেকে প্রকাশিত
প্রতাপ
সমাজ ও সাহিত্যের প্রতিভাস
পূজা সংখ্যা - ১৪২৪
।। সূচিপত্র ।।
কবিতা : চন্দ্রিমা দত্ত, প্রসেনজিৎ দাস, প্রদীপ সেনগুপ্ত, সৈকত মজুমদার, প্রমীলা দাস, সুজিত দাস, সুমন দাস, প্রিয়তোষ শর্ম্মা, আশুতোষ দাস, গোপেন্দ্র দাস।
প্রবন্ধ : অরূপ বৈশ্য, জয়মনি দাস, সঞ্জীব কুমার দাস, অনিল চন্দ্র দাস।
কবিতা : তাপস কিরণ রায়, অলভ্য ঘোষ, চম্পক নারায়ণ দাস, চিরঞ্জীত দেবনাথ, ইউনুস আমিন বড়ভূঁঞা, সুমঙ্গল দাস, রাজু দাস, সুশীল দাস, শৈলেন দাস।
বিবিধ : প্রতিবেদন ও ৬ষ্ট উত্তরপূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন মেলার স্মৃতিচিত্র।

কোন মন্তব্য নেই: