।। শিবানী
ভট্টাচার্য দে।।
অস্ত্রহাতে দেবীর
প্রতিমা মন্দিরে মন্দিরে
স্তোত্রে তেজস্বিনী
যুদ্ধরতা অসুরমর্দিনী
জলে ভেসে যায় চারদিন
পুজো পরে
রংচটকানো, উদোম, বিক্ষত শরীর।
প্রতীতি এমন-----
আকাশের দিকে তোলা হতাশ
নয়ন
কোনো গণধর্ষিতা যুবতীর,
অথবা সুপ্রজা দুঃসহবোঝা
বয়স্কা জননীর,
দরিয়ায় ভেসে যাওয়া
শরণার্থী কচিমুখটির।
অর্থহীন প্রলাপের
বাক্যস্রোত ঠেকে
মন্ত্রের বিন্যাস।
পুরানো বিশ্বাস
বহুদিন উড়ে যেত
স্নিগ্ধনীল শরত আকাশে
কোনো এক মহাজননীর বরাভয়
হাতের উদ্দেশে।
আজ মনে ভয় ছায়
কোথায় প্রার্থনা যাবে, হায়
শরণীয়া জননীও বড়
অশরণা---
ভেঙ্গে যায় বিশ্বাসের
ডানা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন