কাঙাল
অভীক কুমার দে
.
তখন কাঙাল ছিলাম,
এখন আছি
তুমি আমি ও সে
.
তুমি যাকে ভালোবাসো
সে আমার ভালোবাসা পেতে কত কি ধর্মহত্যার পর
বেছে নিয়েছে প্রেমের নামে আত্মবলি
দান
.
বুকে স্পন্দন তেজি হলে
ত্রিভুজের কোণায় কোণায় হামাগুড়ি,
বাহু মেলানোর চেষ্টায় কাঙাল কেউ
তুমি আমি অথবা সে
পথে পথে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন