“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

৬ শব্দের ৪ টি অনুগল্প

।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।

(C)Image:ছবি










১)বর্ষণ
চিঠির শেষে লেখা ধর্ষণে নাজেহাল আমি

💗💗💗
২)সহবাস
শরীর দান শেষে মেয়েটি সুইসাইড করলো
💗💗💗
৩)রক্ত
রাস্তায় মুড়ে দেওয়া হল বালিকার রক্ত
💗💗💗
৪)মৃত্যু
ফেয়ারওয়েল শেষে চেয়ারে ঢলে পড়লেন ম্যাডাম
💗💗💗

কোন মন্তব্য নেই: