“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

সখের গাড়ি

     
   
।। রফিক উদ্দিন লস্কর ।।

















ন গাড়ি যে আর চলেনা
ফেঁসেই গেছে চাকা,
কেমনে করবো মেরামতি
পকেট যে মোর ফাঁকা।
পথের বাঁকে থমকে গেলাম
ফিরলো সবাই বাড়ি,
চোখের জলে বুক ভাসায়ে
আসলাম তাকে ছাড়ি।
সখের গাড়ি পথের মাঝে
দেখছে সবাই আসি,
কেউবা ফেলায় অশ্রুকণা
কাহারো মুখে হাসি।
এসব দেখে মনটা আমার
ভীষণ রেগে যায়,
গাড়ি আমার পথের মাঝে
কবে সারাই তায়!
----------------------
২৫/১০/২০১৭ইং
(নিতাইনগর,হাইলাকান্দি)

কোন মন্তব্য নেই: