।। রফিক উদ্দিন লস্কর ।।
মন গাড়ি যে আর চলেনা
ফেঁসেই গেছে চাকা,
কেমনে করবো মেরামতি
পকেট যে মোর ফাঁকা।
পথের বাঁকে থমকে গেলাম
ফিরলো সবাই বাড়ি,
চোখের জলে বুক ভাসায়ে
আসলাম তাকে ছাড়ি।
ফিরলো সবাই বাড়ি,
চোখের জলে বুক ভাসায়ে
আসলাম তাকে ছাড়ি।
সখের গাড়ি পথের মাঝে
দেখছে সবাই আসি,
কেউবা ফেলায় অশ্রুকণা
কাহারো মুখে হাসি।
দেখছে সবাই আসি,
কেউবা ফেলায় অশ্রুকণা
কাহারো মুখে হাসি।
এসব দেখে মনটা আমার
ভীষণ রেগে যায়,
গাড়ি আমার পথের মাঝে
কবে সারাই তায়!
----------------------
২৫/১০/২০১৭ইং
(নিতাইনগর,হাইলাকান্দি)
ভীষণ রেগে যায়,
গাড়ি আমার পথের মাঝে
কবে সারাই তায়!
----------------------
২৫/১০/২০১৭ইং
(নিতাইনগর,হাইলাকান্দি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন