“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

নীরবতা


           ।।   রফিক উদ্দিন লস্কর  ।।

(C)Image:ছবি











কী আশ্চর্য! এখনও তুমি আছো চুপ করে!
ভাষাহীন নীরবতা আমায় খাচ্ছে কুরে কুরে।
নীরব অভিমানে ঘন আঁধারকে এনেছে নামি,
পারিনা! দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যাচ্ছি আমি।
কত সই বলো, এই তোমার নিশ্চুপ অবস্থান
 
ধারালো ছুরির ফলায় করে দিচ্ছে খান খান।
 
আহ:! এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে আমায়,
বলো, এভাবে আর কতদিন ঠিকে থাকা যায়।
আমি দিন দিন বিমর্ষ ও বাকরুদ্ধ হয়ে পড়ছি,
 
তোমার তুমিকে খুঁজতে যে
  ক্লান্ত হয়ে লড়ছি।
তবু সেই আমার তুমিকে পাওয়া হচ্ছেনা খুঁজে,
তবে কি এমনটাই... তুমি রবে মুখ বুজে??
 
আর কি খুঁজে পামুনা তোমার সজীবতার লেশ?
প্লিজ! বলোনা, কবে অপেক্ষার প্রহর হবে শেষ?
                   
  ******************
২৭/১০/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: