।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
কী আশ্চর্য! এখনও
তুমি আছো চুপ করে!
ভাষাহীন নীরবতা আমায় খাচ্ছে কুরে কুরে।
নীরব অভিমানে ঘন আঁধারকে এনেছে নামি,
পারিনা! দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যাচ্ছি আমি।
কত সই বলো, এই তোমার নিশ্চুপ অবস্থান
ধারালো ছুরির ফলায় করে দিচ্ছে খান খান।
আহ:! এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে আমায়,
বলো, এভাবে আর কতদিন ঠিকে থাকা যায়।
আমি দিন দিন বিমর্ষ ও বাকরুদ্ধ হয়ে পড়ছি,
তোমার তুমিকে খুঁজতে যে ক্লান্ত হয়ে লড়ছি।
তবু সেই আমার তুমিকে পাওয়া হচ্ছেনা খুঁজে,
তবে কি এমনটাই... তুমি রবে মুখ বুজে??
আর কি খুঁজে পামুনা তোমার সজীবতার লেশ?
প্লিজ! বলোনা, কবে অপেক্ষার প্রহর হবে শেষ?
ভাষাহীন নীরবতা আমায় খাচ্ছে কুরে কুরে।
নীরব অভিমানে ঘন আঁধারকে এনেছে নামি,
পারিনা! দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যাচ্ছি আমি।
কত সই বলো, এই তোমার নিশ্চুপ অবস্থান
ধারালো ছুরির ফলায় করে দিচ্ছে খান খান।
আহ:! এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে আমায়,
বলো, এভাবে আর কতদিন ঠিকে থাকা যায়।
আমি দিন দিন বিমর্ষ ও বাকরুদ্ধ হয়ে পড়ছি,
তোমার তুমিকে খুঁজতে যে ক্লান্ত হয়ে লড়ছি।
তবু সেই আমার তুমিকে পাওয়া হচ্ছেনা খুঁজে,
তবে কি এমনটাই... তুমি রবে মুখ বুজে??
আর কি খুঁজে পামুনা তোমার সজীবতার লেশ?
প্লিজ! বলোনা, কবে অপেক্ষার প্রহর হবে শেষ?
******************
২৭/১০/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
২৭/১০/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন