“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

অনাগতের আহ্বান

।। দেবশ্রিতা চৌধুরী।।
(C)Image:ছবি






পাগলা আবার খেপেছে
কগলা গঙ্গাজলে  স্রোতে
ছুঁড়ে যাচ্ছে জমানো কুড়ানো
খুঁটিনাটি ,প্লাস্টিকের বোতল
পলিথিনের টুকরো
মুখ ফিরিয়ে চলে আপামর।
পিতৃঅঙ্গ মাতৃঅঙ্গ কোঁচড়ে
নিয়ে ঘোরার ঘোষণা সহ
নিষেকে নাকি জন্মাবে
অনাগত ভবিষ্যৎ, মহাপ্রাণ
ঘুচবে যাবতীয় অনাচার।
পটভূমি ভাসিয়ে চুরমার
প্লাবিত মহাপ্রলয়ের রোষে
ভাঙছে জীবন ঘিরেছে মৃত্যু
দৃঢ় অঙ্গীকার বদ্ধ পাগলা
অপেক্ষায় নতুন পৃথিবীর
আলোময় ভবিষ্যতের।

কোন মন্তব্য নেই: