প্রকাশিত হল সমাজ ও সাহিত্য বিষয়ক ছোট-কাগজ 'প্রতাপ' এর পূজা সংখ্যা ১৪২৪। শৈলেন দাসের সম্পাদনায়
শিলচর মালিনী বিল থেকে প্রকাশিত ছোট-কাগজটির উন্মোচন উপলক্ষে গত ২৭শে সেপ্টেম্বর
মহাসপ্তমীর দিন সকাল ১১টায় চাতলা হাওরের অন্তর্গত বাঘমারা গ্রামের সার্বজনীন
দুর্গা পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় পঞ্চাশ জন
সাহিত্যানুরাগী মানুষের উপস্থিতিতে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের
কেন্দ্রীয় সভাপতি সুবোধ দাস, প্রাক্তন শিক্ষক গো-পেশ রঞ্জন
দাস, রেবতী মোহন দাস, সমাজকর্মী কানু
চক্রবর্তী, কৃতি শিক্ষক ললিত মোহন দাস, কালিপদ দাস সম্মিলিতভাবে 'প্রতাপ' এর আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন
মুন দাস, সুদীপা দাস, যূথিকা দাস ও
ঋতিকা দাস। স্বরচিত কবিতা পাঠ করেন সানি ভট্টাচার্য, সুশীল
চন্দ্র দাস, শৈলেন দাস, জয়মনি দাস,
রাকেশ দাস ও রাজু দাস। একক নৃত্য পরিবেশন করেন কাকলি দাস। সভায় উপস্থিত সবাই 'প্রতাপ' এর ভূয়সী প্রশংসা করেন ও আগামী দিনে বৃহৎ
পরিসরে প্রকাশিত করার জন্য সম্পাদককে উৎসাহিত করে সবরকমের সহযোগিতা করার কথা বলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক শৈলেন দাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন