“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

আজকের ছবিগুলো



 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি























( সকাল থেকে এখন পর্যন্ত যা যা দেখলাম- তা নিয়ে একটা ছড়া )

ভোর না হতেই ব্যস্ত মানুষ সবাই উঠে দৌড়ে।
অল্টো দিয়া ছাগল মারে পিনাক কান্তি গৌড়ে। ।

ঝরলো শিশির সবুজ ঘাসে খানিক পড়ে শীত ।
চতুর্দিকেই আতশবাজি  কালী পূজার গীত। ।

কাদা এখন ভাসছে চোখে যেথায় পড়ে দৃষ্টি ।
আকাশখানি ঢাকছে মেঘে হচ্ছে ভারি বৃষ্টি । ।

ভাঙ্গা রাস্তা ধেড়াং ধেড়াং শব্দে ছুটে গাড়ি।
আম জনতা এসব দেখে মুখটা করে হাড়ি। ।
@
( হাইলাকান্দি / আসাম)
২০/১০/২০১৭

কোন মন্তব্য নেই: