।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি |
( সকাল থেকে এখন পর্যন্ত যা যা দেখলাম- তা নিয়ে একটা ছড়া )
ভোর না হতেই ব্যস্ত মানুষ সবাই উঠে দৌড়ে।
অল্টো দিয়া ছাগল মারে পিনাক কান্তি গৌড়ে। ।
—
ঝরলো শিশির সবুজ ঘাসে খানিক পড়ে শীত ।
চতুর্দিকেই আতশবাজি কালী পূজার গীত। ।
—
কাদা এখন ভাসছে চোখে যেথায় পড়ে দৃষ্টি ।
আকাশখানি ঢাকছে মেঘে হচ্ছে ভারি বৃষ্টি । ।
—
ভাঙ্গা রাস্তা ধেড়াং ধেড়াং শব্দে ছুটে গাড়ি।
আম জনতা এসব দেখে মুখটা করে হাড়ি। ।
@
( হাইলাকান্দি / আসাম)
২০/১০/২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন