“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

স্যুকির নোবেল কাড়তে হবে



 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি















জ্বলছে মায়ান হিংসার আগুন রক্তের এলো বন্যা।
ভাসছে লাশে সাগর নদী ধর্ষিতা বোন কন্যা। ।
স্যুকির নোবেল কাড়তে হবে হিংসার তুমি রানি !
তোমার দেশে পাইনা কোনো মানবতার বাণী !!
নিঃস্ব হলো রোহিঙ্গারা ভাসছে কেঁদে জলে !

ভাবছি স্যুকি ! তোমায় মানুষ মানুষকেনো বলে !!

©
( হাইলাকান্দি / আসাম )
০২/১০/২০১৭

কোন মন্তব্য নেই: