।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
আসে
আসুক শত বাধা বিঘ্নতা,ঝড় ঝঞ্ঝা
বুকে নিয়ে আছি এক প্রত্যয়,
অঝোর বৃষ্টি যদি ভাসায় ধরা তবুও মোরা
নিমিষে সবকিছু করবো জয়।
মরুর বুকে ফোটাব কুসুম দেহের ঘর্ম দিয়ে
গুঞ্জরিয়া যেথায় আসবে অলি,
মন ছুটবে মাতাল হয়ে ফিরবে সুবাস নিয়ে
সাজাবো পাপড়িতে সকল গলি।
যদি থাকে অনাবৃষ্টি অশ্রুতে হবে নবীন সৃষ্টি
করবেনা খা খা তৃষ্ণার্ত জমি,
মোরা ফলাবো ফসল তাতে জোয়ার ভাটায়
আশার হল যেন যায়না দমি।
সত্যের ডানায় উড়াল দিয়ে করবো বিশ্ব জয়
ছড়বে দিকে দিকে নিষ্ঠার সুবাস,
করবো গলাগলি একতার বীণে সুর তুলিয়ে
নন্দিত কাননে করবো বসবাস।
------------------------
বুকে নিয়ে আছি এক প্রত্যয়,
অঝোর বৃষ্টি যদি ভাসায় ধরা তবুও মোরা
নিমিষে সবকিছু করবো জয়।
মরুর বুকে ফোটাব কুসুম দেহের ঘর্ম দিয়ে
গুঞ্জরিয়া যেথায় আসবে অলি,
মন ছুটবে মাতাল হয়ে ফিরবে সুবাস নিয়ে
সাজাবো পাপড়িতে সকল গলি।
যদি থাকে অনাবৃষ্টি অশ্রুতে হবে নবীন সৃষ্টি
করবেনা খা খা তৃষ্ণার্ত জমি,
মোরা ফলাবো ফসল তাতে জোয়ার ভাটায়
আশার হল যেন যায়না দমি।
সত্যের ডানায় উড়াল দিয়ে করবো বিশ্ব জয়
ছড়বে দিকে দিকে নিষ্ঠার সুবাস,
করবো গলাগলি একতার বীণে সুর তুলিয়ে
নন্দিত কাননে করবো বসবাস।
------------------------
০৯/১০/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন