।। অর্পিতা আচার্য ।।
প্র তিটি সৃষ্টি এক প্রক্ষেপণ -
প্রতিটি গল্পের গায়ে
হাত বুলায়
আহত শৈশব ।
তার
দৃঢ় গাঁথুনির
পরতে পরতে, লুকিয়ে
রয়েছে কোন
বিস্মৃত সংলাপ ।
যে
কবিতা ভেসে
যাচ্ছে অদম্য উচ্ছ্বাসে
- প্রত্যেকটি
বিন্দুতে তার অতীতের
অশ্রু হাসি মেশা,
আশৈশব লালনের প্রোথিত
সংস্কার
ছায়া ও ছবির মত শব্দ
ছুঁয়ে কাঁদে -
ক্যানভাসের অস্তরাগে
তুলির চুম্বন,
স্বপ্ন আর সত্যির আঁকিবুঁকি
দাগ ।
প্রতিটি পোঁচের গায়ে
নিদ্রিত অহম্
রেখে যাচ্ছে চিরন্তন
অচেনা বিন্যাস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন