“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বৃষ্টিতে

















।। অভিজিৎ দাস।।




ত্যি মন লিখে রাখার হলদে মতন খাতা
সেদিন যখন পথজুড়ে গ্রাফাইট বৃষ্টি হচ্ছিলেন
আমার পাঁচ ফুটি দেহের 'পরে রাখা ছিলেন ছাতা
প্রেয়সী আমার আকাশ থেকেই মৃত্যু এনে দিলেন

আমি বরণ করতে চাইনি সেই জেলির মত মরণ
চুলময় প্লাস্টিক মাখানো, তা-ও আগোছালো
মনে করতে পারছিলামনা কোনটা কার্য কোনটা সরণ
গ্রাফাইট অন্ধকারে উত্তীর্ণ হলেন, আমি
খুঁজে পেলাম আলো ।

কোন মন্তব্য নেই: