।। অভিজিৎ দাস।।
সেদিন যখন পথজুড়ে গ্রাফাইট বৃষ্টি হচ্ছিলেন
আমার পাঁচ ফুটি দেহের 'পরে রাখা ছিলেন ছাতা
প্রেয়সী আমার আকাশ থেকেই মৃত্যু এনে দিলেন
আমি
বরণ করতে চাইনি সেই জেলির মত মরণ
চুলময় প্লাস্টিক মাখানো, তা-ও আগোছালো
মনে করতে পারছিলামনা কোনটা কার্য কোনটা সরণ
গ্রাফাইট অন্ধকারে উত্তীর্ণ হলেন, আমি খুঁজে পেলাম আলো ।
চুলময় প্লাস্টিক মাখানো, তা-ও আগোছালো
মনে করতে পারছিলামনা কোনটা কার্য কোনটা সরণ
গ্রাফাইট অন্ধকারে উত্তীর্ণ হলেন, আমি খুঁজে পেলাম আলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন