ঝঞ্ঝা
ওঠে প্রশ্নবাণে ---
আবাল-বৃদ্ধের সামাজিক জ্ঞানে ,
মানতে না'রে ব্যতিক্রম !
কখন যে সীমা হয় অতিক্রম ....
আবাল-বৃদ্ধের সামাজিক জ্ঞানে ,
মানতে না'রে ব্যতিক্রম !
কখন যে সীমা হয় অতিক্রম ....
খোকন
ব্যাকুল স্বরে প্রশ্ন
করে ,
' মা , কি লেখা রয়েছে ঐ গেটের 'পরে ? '
বললাম তাঁরে , ' অঞ্জলি ওয়েড্স অপরাজিত ' ,
আঁতকে ওঠে ! বললে মোরে ,
' দাওনা গো ভুল শুদ্ধ করে ! '
শুধোলাম তাঁরে , 'কি করে হয় শুদ্ধ ওরে !
এ যে শুদ্ধই আছে '---
বলে খোকন , ' দাওনা মা নাম দুটো উল্টো করে !
তাই তো হওয়া উচিত লেখা গেটের ওপরে !'
বললাম , 'এ যে কনের বাড়ী !'
' তাহলেও ! এ তো ভুল ! ' বললে খোকন করে মুখভারী !
' মা , কি লেখা রয়েছে ঐ গেটের 'পরে ? '
বললাম তাঁরে , ' অঞ্জলি ওয়েড্স অপরাজিত ' ,
আঁতকে ওঠে ! বললে মোরে ,
' দাওনা গো ভুল শুদ্ধ করে ! '
শুধোলাম তাঁরে , 'কি করে হয় শুদ্ধ ওরে !
এ যে শুদ্ধই আছে '---
বলে খোকন , ' দাওনা মা নাম দুটো উল্টো করে !
তাই তো হওয়া উচিত লেখা গেটের ওপরে !'
বললাম , 'এ যে কনের বাড়ী !'
' তাহলেও ! এ তো ভুল ! ' বললে খোকন করে মুখভারী !
বুঝলাম
, হোক না পুরুষ --- আবাল ,বৃদ্ধ !
রাখতে অধিকার চির ঋদ্ধ !
ছোট্ট খোকন যে এ বয়সেই পুরুষের প্রতীক !
' নারী ' ,তোমার দশা চির বেগতিক !
যুগে যুগে,আমি নারী দেখেছি ,
পুরুষের অহংকার ও অভিমান !
বড় কৃপণ দিতে নারীর যথাযথ সম্মান !
নারী , যদিও সে গর্ভধারিণী ! তবুও চির কাঙালিনী !
থাক না পড়ে পদযুগলে চিরতরে !
নইলে যদি পুরুষের স্থান স্খলিত করে !
শাস্ত্র যে তাহলে উল্টো পড়ে !
রাখতে অধিকার চির ঋদ্ধ !
ছোট্ট খোকন যে এ বয়সেই পুরুষের প্রতীক !
' নারী ' ,তোমার দশা চির বেগতিক !
যুগে যুগে,আমি নারী দেখেছি ,
পুরুষের অহংকার ও অভিমান !
বড় কৃপণ দিতে নারীর যথাযথ সম্মান !
নারী , যদিও সে গর্ভধারিণী ! তবুও চির কাঙালিনী !
থাক না পড়ে পদযুগলে চিরতরে !
নইলে যদি পুরুষের স্থান স্খলিত করে !
শাস্ত্র যে তাহলে উল্টো পড়ে !
# করাঘাত
সংকলন #
= ঝোড়োমেঘ =
শিলং - ৪ ।
= ঝোড়োমেঘ =
শিলং - ৪ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন