“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

কবি, কবিতা এবং আমি

।। অভিজিত দাস।।

(C)Image:ছবি











কাশময় কবিতা ছাপিয়ে
ভুলে গেল কবি, অথবা জানলোইনা
ছাপা খরচা
আকাশেরই দেয়ার কথা !
কথাটার শুদ্ধরূপ হবে
"Mind is faster than time"
আর না হলেও, স্বপ্নে বিহ্বল ।
মৃত্যু, ধর্ষণ ও যুদ্ধের কবিতা লিখতে লিখতে
সকল কবিরাই ভুলে গেছে
কবিতা শুধুই প্রেমের হয় ।
আমি ভুলতে পারিনি বলে
হতে পারিনি এখনো কবি :
কবিদের ভিড়ে আমি একাই
সাধারণ মানুষ ।

কোন মন্তব্য নেই: