“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

৬ শব্দের অনুগল্প

।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।

(C)Image:ছবি












১)গণতন্ত্র
সিংহাসনের মৃত্যু শেষে জেগে উঠে গণতন্ত্র
💗💗💗

২)ছায়া
পাখির স্বপ্ন ডানায় ভাসছে চাঁদ ছায়া
💗💗💗

৩)বিড়ি
শ্মশানের চিপায় বিড়ি ফুঁকছে মৃতার স্বামী
💗💗💗

৪)প্রশংসা
মেঘের প্রশংসা শুনে তেড়ে আসে বিদ্যুৎ
💗💗💗

৫)বিছানায়
গভীর রাতে বিছানায় কেঁদে  উঠে পূর্বাত্মা
💗💗💗

৬)গর্ভবতী
মেয়েটি কবিতা লিখতে এসে গর্ভবতী হল
💗💗💗


কোন মন্তব্য নেই: