“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

অনন্ত অপেক্ষায়


।। রফিক উদ্দিন লস্কর  ।।


(C)Image:ছবি











র কতকাল আর কতদিন, অস্ত যাবে পশ্চিমে রবি
রাতের পরে দিনের আলোয় ফুটবে না'কি কোন ছবি!
অন্ত হবে না'কি কোনদিন আমার এই দীর্ঘ অপেক্ষার,
সত্যি করে বলনা তুমি, কখন ফিরে আসবে আবার।
সখের বাগানে গজিয়েছে আজ সকল ফুলের চারা,
তুমি তো বলছিলে, নষ্ট করনা একদিন বড় হবে তারা।
পাপড়ি মেলিল সকল ফুল, আজও নেই তোমার দেখা,
আসেনা ভ্রমর আর ছুটেনা অলি, বাগান নিত্য ফাঁকা।
ঝরে পড়ে ফুল ঝরে পড়ে পাতা, গাঁথা হয়নি পুষ্পমালা,
আমি জানি, তুমি অভিমানী! তাইতো বাগানে তালা।
অশান্ত নদীর বুকে জেগে উঠা চরে, বসে একান্তে...
দেবো পাড়ি সবকিছু ছাড়ি, পৃথিবীর এক অন্য প্রান্তে।
কত স্বপ্ন ছিল নতুন ভুবনে গড়িব মোরা সুখের মহল,
যাওয়া আসা আর হয়নি তাতে, স্মৃতিরা করছে দখল।
দীর্ঘ প্রতীক্ষার প্রহরগুলো কেবল স্মৃতিতে ধারণ...
গেলো শৈশব কৈশোর, অজান্তে মন যৌবনে পদার্পণ।
ছোট্ট নীড়ে আনন্দের ভিড়ে, বসতির ছিলো অঙ্গীকার,
 
মোরা একসাথে মৃত্যু প্রতিরোধে, আজীবন বাঁচার।
ব্যাকুল প্রাণ হয়নি অপেক্ষার অবসান, তবুও আশায়
মন বলে তুমি আসবে জীবনে আমার বিধির কৃপায়।
ব্যথা বেদনা আর হৃদয়ের ক্ষতগুলো মুছিয়ে দিতে,
বিরহের তৃষ্ণা মিটাতে তুমি আসবে সুধা নিয়ে হাতে।
ভুলে অতীতের সকল কিছু উড়বো মেঘের ভেলায়,
আমি ভালোবাসার বিশ্বাসে আজও অনন্ত অপেক্ষায়।।

২০/১০/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: