।। অভীক কুমার দে ।।
(C) Image:ছবি |
.
যেমন করে কোন নতুন চেনাজানা কিছু
অচেনা থেকেছে এতদিন,
ততদিন ততই ভিন্ন কিছু পোষা ছিল,
আমি আমার মতোই বেঁধেছি বুক
সুখ- অসুখের আনুপাতিক অনুতাপে,
বেঁচেছি তরঙ্গ- তাল মেপে।
হতে পারে ভেতরের অনুভূতি খুঁজতে খুঁজতে
এক পশলা ঝমঝম বৃষ্টি হবার মতোই
সময় কেটেছে অনুভবের আনাগোনায়;
একসময় একেকটি ভিন্ন আমি
আমাকে হারাতে দেখেছি খুব কাছাকাছি,
দেখেছি, খোলসের উপর খোলসের ভোর,
শিশিরের জলীয় প্রলাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন