“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

দুটি কবিতা

।। সুমন পাটারী।।
(C)Image:ছবি















 হতাশা ~~
রৎ এসে গেছে একমাস আগে
কাশবনে মেঘের শিস,
শিউলিতলে মুগ্ধশিশু, পাকাধান সোনা
রং--
একটুকরো বৃষ্টিমেঘ সরে না ধ্রুবতারার কোল থেকে,
মনে হয় তুমি কেঁদেছিলে মৃত্যুর আগে--
বাতাসে ছড়িয়েছিলে আত্মসমর্পণের গভীর হতাশা....

 স্নেহ ~~ 
খেলতে গিয়ে পেয়েছিলাম মেঘের নূপুর
বসন্তের রেণুতিলক কপালে নিয়ে
কথা বিনিময় হলো রোমান্টিক অন্ধকারে চুমুর পর--
চোখে সারারাতের ঝগড়া নিয়ে
সকালে আবার চুমু খেয়েছি টিউশন ফিরত--
যুদ্ধ যুদ্ধ খেলা এখন সভ্যতার অভ্যাস--
ধর্ষিত প্রথম চুমুর পর তোমার আত্মসমর্পণের কথা মনে হলে
আজ এতোদিন পরও ভাবি
কুমারীর মনেও মাতৃস্নেহ থাকে।

কোন মন্তব্য নেই: