“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

সার্কাস





















অর্পিতা আচার্য

কটা মৃত্যুর পিছনে 
হাঁ করে থাকে আরেকটা
যেমন কালবুর্গীর পিছনে গৌরী
তারপর শান্তনু ...
মৃত্যু উপত্যকার দর্শকরা
নিশ্চুপ দিন কাটায় -
তাদের পালা আসার আগে
বিষাদ- সার্কাস দেখে ...
সেই সিংহটা, যে প্রত্যেকদিন
বনের একেকটা জানোয়ার গিলে নিত-
আর লাইনে দাঁড়ানো সব
অর্ধমৃত মুখে
অপেক্ষার দীর্ঘ ছায়া প্রলম্বিত হতো--
সেও বাড়ছে ক্রমে দৈর্ঘ্যে বহরে,
তারও শরীরে আজ বাড়তি মেদ
ক্রমস্ফীতি...হাঁ-মুখ, জঠরে !!

কোন মন্তব্য নেই: