অর্পিতা আচার্য
একটা মৃত্যুর পিছনে
হাঁ করে থাকে আরেকটা
যেমন কালবুর্গীর পিছনে গৌরী
তারপর শান্তনু ...
মৃত্যু উপত্যকার দর্শকরা
নিশ্চুপ দিন কাটায় -
তাদের পালা আসার আগে
বিষাদ- সার্কাস দেখে ...
হাঁ করে থাকে আরেকটা
যেমন কালবুর্গীর পিছনে গৌরী
তারপর শান্তনু ...
মৃত্যু উপত্যকার দর্শকরা
নিশ্চুপ দিন কাটায় -
তাদের পালা আসার আগে
বিষাদ- সার্কাস দেখে ...
সেই সিংহটা, যে প্রত্যেকদিন
বনের একেকটা জানোয়ার গিলে নিত-
আর লাইনে দাঁড়ানো সব
অর্ধমৃত মুখে
অপেক্ষার দীর্ঘ ছায়া প্রলম্বিত হতো--
সেও বাড়ছে ক্রমে দৈর্ঘ্যে বহরে,
তারও শরীরে আজ বাড়তি মেদ
ক্রমস্ফীতি...হাঁ-মুখ, জঠরে !!
বনের একেকটা জানোয়ার গিলে নিত-
আর লাইনে দাঁড়ানো সব
অর্ধমৃত মুখে
অপেক্ষার দীর্ঘ ছায়া প্রলম্বিত হতো--
সেও বাড়ছে ক্রমে দৈর্ঘ্যে বহরে,
তারও শরীরে আজ বাড়তি মেদ
ক্রমস্ফীতি...হাঁ-মুখ, জঠরে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন