।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
বুকের আঁচল সরে যেতে যেতেই এক জীবন
নদী, বেঁকে যাওয়া যৌবনের স্মরণিকা
লুকোচুরি খেলে চরে,
শুনেছি, মুহুরীর মতোই ছেলেবেলা
আঁচল সরে যেতেই ভরাট বুক আর ভরাট থাকে না,
বেহুলাভেলার মতোই লাশ নিয়ে ঘোরে !
.
মাটির ঠিকই জানা থাকে--
কেমন স্রোত বয়ে গেলে নদীর গভীরতা বাড়ে,
কেমন চাপে বেঁকে যায় নদী।
.............
লুকোচুরি খেলে চরে,
শুনেছি, মুহুরীর মতোই ছেলেবেলা
আঁচল সরে যেতেই ভরাট বুক আর ভরাট থাকে না,
বেহুলাভেলার মতোই লাশ নিয়ে ঘোরে !
.
মাটির ঠিকই জানা থাকে--
কেমন স্রোত বয়ে গেলে নদীর গভীরতা বাড়ে,
কেমন চাপে বেঁকে যায় নদী।
.............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন