“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

একটু ভাবুন

।। রফিক উদ্দিন লস্কর।।

(C)Image:ছবি












য়না গড়া একটা ছড়া
মাথায় ঢালে ঘোল,
হেঁটে হেঁটে সারাটা পথ
বাজায় শুধু ঢোল।
ধুলো বালি মুখে কালি
তবুও করি বড়াই,
আমি গুরু হলাম পুরো
সব লোকেরে পড়াই।
নিজেই যখন সর্বজান্তা
জাতির
কী দরকার!
যার হাতেই
 ভাঙে গড়ে
মস্ত বড় সরকার।

কোন মন্তব্য নেই: