।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
আমার নদী বলে--
তরল ভাঙে না,
আলাদা করা হয়।
কঠিন প্রতিবন্ধকতায় সরলতা হারায়,
লুকিয়ে রাখে মুখ এবং
নদীর নদী বাষ্পনদী।
তরল ভাঙে না,
আলাদা করা হয়।
কঠিন প্রতিবন্ধকতায় সরলতা হারায়,
লুকিয়ে রাখে মুখ এবং
নদীর নদী বাষ্পনদী।
তরল ফুরিয়ে গেলে
নদী আর নদী থাকে না
কঠিন শরীর
একবুক পাথর
নদী আর নদী থাকে না
কঠিন শরীর
একবুক পাথর
আগুন জ্বালবে নতুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন