“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

পুষ্টি- আবরণ

।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি










নে করো একটি বৃত্তের মতোই আমাদের বসতি
চতুর্দিকে ফসলের জমি জীবন ছুঁয়ে আছে।
একটি ফলের ভেতর বীজ যেমন
ঠিক তেমন আমার গ্রাম, নাম চরকবাই;
ফসলের জমি এই বীজের পুষ্টি- আবরণ।

কোন মন্তব্য নেই: