“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

মেঘ জ্যোৎস্নার ছায়াযুদ্ধ : স্বপ্না নাথের কাব্যগ্রন্থের পাঠ-প্রতিক্রিয়া

।। সেলিম মুস্তাফা ।।


    
বার আগরতলা বইমেলায় নবীন কবিদের কবিতার বই বেরিয়েছে অন্যান্যবারের সকল রেকর্ড ভেঙেখুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার যেমন,তেমনি,হয়তোবা আশঙ্কাজনকও    তবে একথা বলার অধিকারী আমরা কেউ নই,ভাবীকাল আজ যে বইটা পড়লাম সেটা কবি স্বপ্না নাথের মেঘ জ্যোৎস্নার ছায়াযুদ্ধ কবির শব্দ চয়ন যথেষ্ট পরিণত শিক্ষা আর শালীনতার ছাপ হয়তো কখনো ঢেকে ফেলেছে তাঁর আপনার চেয়েআপন যে-জনকেআবার কোথাও শৈল্পিক তীব্রতায় ভেসে গেছে সব আড়ষ্টতা
শরীরী মুদ্রার ছন্দে ছন্দে
বোরখা খুলে বেরিয়ে আসতে চায়
সব দুঃখ-কষ্ট, প্রেম-প্রীতি...
....................................
আবিষ্কৃত হয়
কিশোরীর বেশুমার রাজত্ব  (নৃত্য)

কিংবা

...নিভে যাওয়া রোদে
মেঘেরা বন্য হলে
নেমে আসে অসমতল রাত
.................................
তখন প্রেম বড় প্রাকৃতিক
ধীরে ধীরে তা আদিম অ্যালবাম
যেন কাব্যহারা শিল্প    (বুনো মেঘ)

     কবির মননই তাঁকে অনন্য করা তোলে  তাঁর খুব সুন্দর কিছু ভাবনা চমকিত করে আমাকে 

...গৃহদাহ বহন করেই
নারী কী দারুণ বিদুষী হয়ে যায়  (ঈশিতা)


     অতি স্বাভাবিক দৃশ্য থেকে কবি নিয়ে যান অন্যকোন ফল্গুধারায় , বস্তু থেকে দর্শনে...

ঘরে আমার সবই আছে
কিছু পরিপাটি, কিছু ময়লা,
কিছু যত্নের গুণে, কিছু অযত্নে অবহেলায়
আলাদা-আলাদা অথচ বিচ্ছিন্ন নয়
আছে ঝাড়পোঁছ করা বছর তিরিশের ছবি...

কিছু পরাজয়, কিছু অস্পষ্ট স্বীকার,
কিছু স্পষ্ট অস্বীকার...

কারো কোনও কৌতূহল হবে না
 ঘরের প্রতি

কেউ এসে বলবে না প্রসূতিঘর
মায়া-মমতা ভালোবাসায় স্বাধীন
খুব সচ্ছল এক সূর্য দেখতে চেয়েছিল  (প্রসূতিঘর)

     আর উদাহরণ বাড়াচ্ছি না  কখনো মনে হয়েছে তৎসম শব্দের প্রাচুর্য কিছু কম হলে হয়তো আরও বেশি কাছে যাওয়া যেতো  বইটি অত্যন্ত দৃষ্টিনন্দন, তবে কবিতার শিরোনামগুলি অতিরিক্ত বড় হরফের হওয়ার চোখে লাগে  তাঁর কবিতার, তাঁর সাধনার জয় কামনা করে প্রতীক্ষা  করছি তাঁর পরবর্তী গ্রন্থের 

কাব্যগ্রন্থ : মেঘ জ্যোৎস্নার ছায়াযুদ্ধ / স্বপ্না নাথ  স্রোত প্রকাশনা / কুমারঘাট  ঊনকোটি ত্রিপুরা 

                                                  *** সেলিম মুস্তাফা / ২৮.০৫.২০১৮





কোন মন্তব্য নেই: