।। রফিক উদ্দিন লস্কর ।।
ছেয়ে গেছে চারদিক বিষণ্ণতার চাদরে
ভোরের শিশিরজল মাথায় মাখা,
ম্লান মুখ দীর্ঘশ্বাস সবার,সাথে আমার
চলতে চলতে কল্পনায় ছবি আঁকা।
সেদিনের বিষাদ স্মৃতি চোখে ভাসমান
তাইতো আছি ভীষণ অস্থিরতায়,
সমধর্মীয়তায় স্থান কালের প্রভেদ মাত্র
সফলতা কতটুকু হবে বাস্তবতায়।
বিশ্বাস,হবেনা আবার কোন শোকগল্প
এখনো ভাসে যা আয়নার মতো,
ভুলিনি সেদিনের দীর্ঘ প্রতীক্ষার প্রহর
আজও শুকায়নি অন্তরের ক্ষত।
ভোরের শিশিরজল মাথায় মাখা,
ম্লান মুখ দীর্ঘশ্বাস সবার,সাথে আমার
চলতে চলতে কল্পনায় ছবি আঁকা।
সেদিনের বিষাদ স্মৃতি চোখে ভাসমান
তাইতো আছি ভীষণ অস্থিরতায়,
সমধর্মীয়তায় স্থান কালের প্রভেদ মাত্র
সফলতা কতটুকু হবে বাস্তবতায়।
বিশ্বাস,হবেনা আবার কোন শোকগল্প
এখনো ভাসে যা আয়নার মতো,
ভুলিনি সেদিনের দীর্ঘ প্রতীক্ষার প্রহর
আজও শুকায়নি অন্তরের ক্ষত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন