“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

বিষণ্ণ বিকেল

          
  ।। রফিক উদ্দিন লস্কর ।।










ছেয়ে গেছে চারদিক বিষণ্ণতার চাদরে 
ভোরের শিশিরজল মাথায় মাখা,
ম্লান মুখ দীর্ঘশ্বাস সবার,সাথে আমার
চলতে চলতে কল্পনায় ছবি আঁকা।
সেদিনের বিষাদ স্মৃতি চোখে ভাসমান
তাইতো আছি ভীষণ অস্থিরতায়,
সমধর্মীয়তায় স্থান কালের প্রভেদ মাত্র
 
সফলতা কতটুকু হবে বাস্তবতায়।
বিশ্বাস
,হবেনা আবার কোন শোকগল্প 
এখনো ভাসে যা আয়নার মতো,
ভুলিনি সেদিনের দীর্ঘ প্রতীক্ষার প্রহর
আজও শুকায়নি অন্তরের ক্ষত।

কোন মন্তব্য নেই: