“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

পাঁচ নম্বর সতর্ক সংকেত

।। অভীক কুমার দে ।।
(C) https://www.deviantart.com/karissa-salton/art/Volcano-726157976









ত এত নির্যাতন কত আর সইবে মাটি !
বুকের ভেতর নড়ে উঠছে অভিযোগ--
পাহাড়ি বাঙালির উর্বর মাটি
নিরাপত্তাহীন !
ভূমিকম্প জ্বর ?
সাব্রুমের বৈষ্ণবপুর কিংবা জলেফা
গলিত লাভা আর অনুশোচনার ধোঁয়া উগরে দে
য়ার মহড়ায়
ভেতর পোড়া আগুনমুখ।
কোনও এক কেন্দ্রবিন্দু ক্ষত করছে শরীর,
সময় হলে পাহাড়ের চোরাপথ ভাঙবে অভিমান।


২টি মন্তব্য:

Karissa Salton বলেছেন...

Hello,
Please remove my copyrighted artwork from your blog. You did not receive my permission to use it. https://www.deviantart.com/karissa-salton/art/Volcano-726157976

সুশান্ত কর বলেছেন...

Thank You +Krishna Salton. But we have linked up your link as courtesy.Anyway, we are now mentioning in full.