“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

এক দুই তিন : মতিলাল দে

 ।। সেলিম মুস্তাফা ।।

 

ত্রিপুরার নাটকের ইতিহাসে একটি বিশেষ উল্লেখযোগ্য নাম মতিলাল দে ধর্মনগরে নাট্যচর্চার জগতে পুরোধা ব্যক্তিত্বদের একজন অত্যন্ত সংগ্রামী জীবন, যা নাটকের চেয়েও নাটক-সংকুল ! এক সময়, আদেশে অনুরোধে এবং নিজ তাগিদে নাটক লিখেছেন অজস্র অভিনয় করেছেন তারও চেয়ে বেশি আমাদের কবিতার আসরেও রয়েছে তাঁর নির্ভুল উপস্থিতি, শুধু তাই নয়,আসরে তিনি সকলের আগেই উপস্থিত হয়ে আমাদের সকলকে বিব্রত করেন হামেশাই পর্যন্ত,তাঁর লিখিত ৪২টি নাটকের হিসেব তিনি দিয়েছেন, যার একটিও তাঁর হেফাজতে নেই হয়তো আছে অনুরাগীদের সঞ্চয়ে
১৪১১ বাংলার কবিপক্ষে, ধর্মনগর 'রবীন্দ্র সংস্কৃতি পরিষদ' বের করেন একটি নাটকের সংকলন, যাতে তাঁর নামে আছে দু-খানা, এবং জয়ব্রত ভট্টাচার্যের নামে একখানা, মোট তিনখানা সিলেটি উপভাষায় রচিত অত্যন্ত সফল নাটক বইটির নাম 'এক দুই তিন' কথ্য সিলেটি উপভাষাটিতে, অন্য সকল উপভাষার মতোই, সামাজিক গোষ্ঠীর  সামান্য হেরফের অনুযায়ী, বলাতেও (Sociolect=সামাজিক উপভাষা) সামান্য পরিবর্তন লক্ষ করা যায় বিশেষ করে, একই জায়গায় বাস করেও, হিন্দু আর মুসলিম জনগোষ্ঠীর কথা বলার মধ্যে ভাষাগত অভিব্যক্তিগত যথেষ্ট পার্থক্য দেখা যায় আবার শিক্ষাগত আর্থিক অবস্থার বিভিন্নতার কারণেও যে ভাষায় সূক্ষ্ম পরিবর্তন রয়েছে সেটাও লক্ষ করা যায় মতিলাল দে এই সব ব্যাপার অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁর রচিত নাটকে তুলে এনেছেন আমি এই নাটকগুলো পড়ার পরই অত্যন্ত বিস্ময়ের সঙ্গে অনুধাবন করলাম ব্যাপারটা শ্রী মতিলাল দে আর আমি একই গ্রামের, একই স্কুলের ছাত্র আমার বিস্ময়ের কারণ, সে কী করে এই বাস্তবোচিত কথপোকথনগুলো তুলে আনলো ? কত সীমাহীন পর্যবেক্ষণের ফলে এমন একটা নাটক রচিত হতে পারে ? এসব প্রতিভার দাম কে দেবে ? কবে দেবে ?
মতিলাল লেখার ক্ষেত্রে অপরিসীম অলস কবি কিশোররঞ্জন দে- খুব কাছের অকৃত্রিম বন্ধু কিন্তু মতির আলস্য ভাঙার মতো মুগুর আমাদের কারো হাতে নেই
                                                  *** সেলিম মুস্তাফা / ১২.০৬.২০১৮


কোন মন্তব্য নেই: