।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
মুহুরির
ওপারে রতনপুর নিম্নবিত্ত টিলা
নদীর জলে পা ভিজিয়ে আমার গ্রামের দিকে চেয়ে,
টিলার উঁচু নিচু ঢালে মগ চাকমায় মিলে
নদীর মতোই জীবনের অনুকরণ।
নদীর জলে পা ভিজিয়ে আমার গ্রামের দিকে চেয়ে,
টিলার উঁচু নিচু ঢালে মগ চাকমায় মিলে
নদীর মতোই জীবনের অনুকরণ।
এপারে
মন্ত্রীপাড়ায় অল্পকিছু বাঙালি,
মরূদ্যানের মত
জেগে থাকা পাড়া
পুবের খোলামাঠের প্রহরী যেমন পশ্চিম দুয়ারে।
পাহাড়ি মানুষের পায়ে পায়ে
নদীর ভেজাশরীর ছোঁয়া বাতাস
গ্রামের পথে,
'ধুলো মাখো' ছন্দে গ্রামীণ গায়ে মিশে গেলে
প্রতিদিনের চরকবাই পাহাড়ি বাঙালির এবং
বাজার মানেই মুহুরিমিলন।
মরূদ্যানের মত
জেগে থাকা পাড়া
পুবের খোলামাঠের প্রহরী যেমন পশ্চিম দুয়ারে।
পাহাড়ি মানুষের পায়ে পায়ে
নদীর ভেজাশরীর ছোঁয়া বাতাস
গ্রামের পথে,
'ধুলো মাখো' ছন্দে গ্রামীণ গায়ে মিশে গেলে
প্রতিদিনের চরকবাই পাহাড়ি বাঙালির এবং
বাজার মানেই মুহুরিমিলন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন