“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ঘুম স্টেশন

।। অভীক কুমার দে ।।

(C) Image:ছবি














সাংবিধানিক ঘুম স্টেশনে কুয়াশার জমায়েত,
ছত্রিশ কামরার একটি ট্রেন,ঝাপসা
সুখের খোঁজে সত্তর বছর...
জানালার ফ্রেমে সব মুখ
ভোরের অসুখ,আলোর জোয়ার ভাঁটায়।
ঠোঁটের ক্ষুধার্ত ফাটলে মৃত আলো অসহায়
রক্তছাপ ডুবিয়ে রাখে মেঘলা
মানুষ বোঝে না চালকের নিয়ম,
বোঝেনি,স্টেশন পেরিয়ে নতুন স্টেশন আরও
আরও বেশি শুষ্ক বাতাস শুষে নিচ্ছে শরীর।
সাংবিধানিক ঘুম 
ঘন কুয়াশা
দখল করছে একেকটি নতুন স্টেশন,
ছত্রিশ কামরার একটি ট্রেন,ঝাপসা।


কোন মন্তব্য নেই: