রফিক উদ্দিন লস্কর
(C)Image:ছবি |
আমি
লিখেছি হাজার কবিতা
আর একটি মাত্র গল্প;
ব্যথার মালা সাজিয়ে গেলাম
ভালোবেসেছি অল্প।
আর একটি মাত্র গল্প;
ব্যথার মালা সাজিয়ে গেলাম
ভালোবেসেছি অল্প।
লিখতে
পারতাম না কবিতা
শিখালে তুমি আমায়,
এখন অনায়াসে কবিতা লিখি
সকাল দুপুর সন্ধ্যায়।
শিখালে তুমি আমায়,
এখন অনায়াসে কবিতা লিখি
সকাল দুপুর সন্ধ্যায়।
একটা
সময় যে এমন ছিল
না শুনিতাম কথা,
অকারণেতে দিতাম তোমার
কোমল মনে ব্যথা।
না শুনিতাম কথা,
অকারণেতে দিতাম তোমার
কোমল মনে ব্যথা।
দিনের
পর যাচ্ছে যে দিন
বাড়ছে শুধু সংশয়,
আর সর্বশেষে পেয়ে গেলাম
তোমার আসল পরিচয়।
বাড়ছে শুধু সংশয়,
আর সর্বশেষে পেয়ে গেলাম
তোমার আসল পরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন