“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

আভ্যন্তরীণ

রফিক উদ্দিন লস্কর

(C)Image:ছবি









মি লিখেছি হাজার কবিতা 
আর একটি মাত্র গল্প;
ব্যথার মালা সাজিয়ে গেলাম
ভালোবেসেছি অল্প।
লিখতে পারতাম না কবিতা 
শিখালে তুমি আমায়,
এখন অনায়াসে কবিতা লিখি
সকাল দুপুর সন্ধ্যায়।
একটা সময় যে এমন  ছিল
না শুনিতাম
  কথা,
অকারণেতে দিতাম তোমার
কোমল মনে ব্যথা।
দিনের পর যাচ্ছে যে দিন
বাড়ছে শুধু সংশয়,
 
আর সর্বশেষে পেয়ে গেলাম
তোমার আসল পরিচয়।


কোন মন্তব্য নেই: